
মোহাম্মদ আজিমুশ শানুল হক দস্তগীর
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বদুর পাড়া গ্রামের হাজী রমিজ আহমদের তৃতীয় ছেলে, হাজী দিদারুল ইসলাম বাবুল নামে এক প্রবাসী সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে করোনায় ভাইরাস covid 19 আক্রান্ত হয়ে মারা গেছেন।
রবিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টার দিকে আবুধাবির শারজার এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দিদারুল ইসলাম বাবুল (৩৮)।
বাবুল দীর্ঘ ১০ বছর ব্যবসায়িক প্রয়োজনে আবুধাবিতে আসা-যাওয়া করত। ১ মাস আগে ব্যবসায়িক প্রয়োজনে আবুধাবি গিয়ে এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে করোনা রোগী হিসেবে শনাক্ত হয়। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর শুক্রবার তার মৃত্যু হয়।
দিদারুল চন্দনাইশ সমিতির (ইউএই) উপদেষ্টা এবং দুবাইয়ের বিশিষ্ট ব্যবসায়ী আকতার হোসাইনের (সিআইপি) ছোট ভাই। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে রেখে যান। মৃত্যুর সংবাদের পর তাদের পরিবারে শোকের ছায়া নেমে আসে।