
স্টার বাংলা ডেস্কঃ
চট্টগ্রামের সাগরিকায় অন্যরকম ছিল বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্টের তৃতীয় দিনটি। লম্বাসময় ধরে কিছুই হচ্ছিল না এদিন, আবার যখন হয়েছে তখন যেন সবকিছুই হয়েছে একসঙ্গে। দিনের ৯০ ওভারের খেলায় পতন ঘটেছে ১১ উইকেটের, সবমিলিয়ে স্কোরবোর্ডে উঠেছে ২৩১ রান। তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ এগিয়ে ২১৮ রানে, হাতে আছে ৭টি উইকেট।
বাংলাদেশ দলের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের মতে, নিজেদের এই ২১৮ রানের সঙ্গে আর ৩২ রান যোগ করলে অর্থাৎ প্রতিপক্ষের জন্য লক্ষ্যটা ২৫০ রানের দিতে পারলেই ম্যাচ জিতে নিতে পারবেন তারা। আর সত্যিই তা হলে বাংলাদেশ পাবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম জয় ও পয়েন্ট। তাইজুল আশাবাদী এ জয়ের ব্যাপারে।
আজ (শুক্রবার) তৃতীয় দিনের খেলার প্রথম বলেই এনক্রুমাহ বোনারকে আউট করে বাংলাদেশ শিবিরে আনন্দ বয়ে আনেন তাইজুল। এরপর প্রতিরোধ গড়েন কাইল মায়ারস ও ক্রেইগ ব্রাথওয়েট। তারা দুজনই আবার ফিরে যান প্রথম সেশন শেষ হওয়ার ঠিক আগে দিয়ে। ফলে ক্যারিবীয়দের চাপে রেখেই মধ্যাহ্ন বিরতিতে যেতে পেরেছিল বাংলাদেশ।
বিরতি থেকে ফিরে দ্বিতীয় সেশনের প্রায় পুরোটা সময় নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখেন জার্মেইন ব্ল্যাকউড ও জশুয়া ডা সিলভা। তাদের জুটিতে দ্বিতীয় সেশন যখন প্রায় শেষের পথে, তখন পাঁচ বলের ব্যবধানে সাজঘরে ফিরে যান দুজনই। পরে তৃতীয় সেশনে ফিরে তিন ওভারের মধ্যেই ক্যারিবীয়দের অলআউট করে ১৭১ রানের লিড নেয় টাইগাররা। সবমিলিয়ে শেষ ৫ উইকেট নিতে মাত্র ৬ রান খরচ করে তারা।
বড় লিড পেলেও ব্যাটিংয়ে স্বস্তি পায়নি বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারে মাত্র ১ রানের মাথায় সাজঘরে ফিরে যান অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল (০) ও তরুণ বাঁহাতি নাজমুল হোসেন শান্ত (০)। দিনের খেলা শেষ হওয়ার আগে আউট হন একপ্রান্ত আগলে রাখা সাদমান ইসলামও (৪২ বলে ৫)। দিন শেষে সংগ্রহ ৩ উইকেটে ৪৭ রান এবং লিড দাঁড়িয়েছে ২১৮ রানের।
তাইজুলের মতে, চট্টগ্রামের এ উইকেটে ২৫০ রানই জয়ের জন্য যথেষ্ট হবে। তৃতীয় দিনের খেলা শেষে তিনি বলেন, ‘আমি সন্তুষ্ট। এই উইকেটের জন্য তৃতীয় দিনে এটা ভালো লিড। এছাড়া কাল তো ব্যাটিং করব। এই উইকেটে (ম্যাচ জেতার জন্য) ২৫০ রানই যথেষ্ট।’
তবে এর সঙ্গে আবার শর্তও জুড়ে দিয়েছেন তাইজুল। শুক্রবার প্রথম সেশনে যেমন খাপছাড়া বোলিং করেছে বাংলাদেশ, তেমন করলে ম্যাচ জয়ের জন্য অন্তত ৩০০-৩৫০ রানের লক্ষ্য ছুড়ে দিতে হবে ওয়েস্ট ইন্ডিজের সামনে।
তার ভাষ্য, ‘তবে আমাদের প্রথম সেশন যেরকম খারাপ বোলিং করেছি, ওরকম বোলিং করলে এই রানে (২৫০) জেতা কঠিন হয়ে যাবে। দ্বিতীয় সেশনে যে বোলিং করেছি ওরকম করলে ২৫০ যথেষ্ট। তারপরও আমাদের আশা ওদের ৩০০-৩৫০ এর মত লক্ষ্য ছুঁড়ে দেয়া। এই রান হলে জেতা সম্ভব, ইনশাআল্লাহ্।’
ম্যাচের তৃতীয় দিনই দুই উইকেট তুলে নিয়েছেন ক্যারিবীয় অফস্পিনার রাহকিম কর্নওয়াল। চতুর্থ দিন স্পিন খেলা আরও চ্যালেঞ্জিং হবে, সে ব্যাপারে সতর্কতা তাইজুলের কণ্ঠে, ‘ওরা অবশ্যই ভালো বল করছে। প্রথম ইনিংসে ওদের স্পিনাররা ভালো করেছে, আজকেও ব্রেকথ্রু এনে দিয়েছে। যদি ভালো জায়গায় বল করে তাহলে আমাদেরও কঠিন হবে, চ্যালেঞ্জটা নিতে হবে।’