
মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী ভ্রাম্যমান প্রতিনিধি ::
মহামারী করোনা ভাইরাস কোভিড১৯ আক্রান্ত হয়েছেন চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) কর্তব্যরত ডাঃ মোঃ শাহীন হোসাইন চৌধুরী।এ পর্যন্ত চন্দনাইশ উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৩ জন।
বুধবার ২৭/০৫/২০২০ইং তারিখে বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডাঃ সেখ ফজলে রাব্বি “মঙ্গলবার (২৬) মে চট্টগ্রাম ফৌজদার হাটের বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) থেকে প্রাপ্ত রিপোর্টে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার করোনা পজেটিভ শনাক্ত হয়। তিনি আইসোলেশনে থেকে দাপ্তরিক কর্মকাণ্ড পরিচলনা করবেন।”
ডাঃ মোঃ শাহীন হোসাইন চৌধুরী বলেন, “গত ২৩ মে নমুনা দিয়েছিলাম, ২৬ মে রিপোর্টে করোনা পজেটিভ শনাক্ত হয়। বর্তমানে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। কোন উপসর্গ নেই। বর্তমানে হাসপাতালের কোয়ার্টারে আইসোলেশনে আছি। সবাই দোয়া করবেন যাতে দ্রুত সুস্থ হয়ে আপনাদের সেবায় ফিরে আসতে পারি ।