
হেলাল উদ্দিন, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে। ২৬ মার্চ শুক্রবার সকাল ৬ টায় ৫০ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের সূচনা করে উপজেলা প্রশাসন। সকাল ৬ টা ১৫ মিনিটে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বাংলাদেশ আওয়ামীলীগ ও সকল অঙ্গ সংগঠন, উপজেলা প্রেসক্লাব, ফুলবাড়ী প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন।
সকাল ৮ টা ১৫ মিনিটে জছিমিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান, ওসি রাজীব কুমার রায়, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান। এবং স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান, এরপর কুজকাওয়াজ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০ টায় শহীদ মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাগণকে সংবর্ধনা প্রদান করে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমানের সভাপতিত্বে ও প্রভাষক জাকারিয়া মিয়ার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার। আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি আতাউর রহমান শেখ, ওসি রাজীব কুমার রায়, সাবেক মুক্তযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, ফুলবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু, প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষ্ণ মোহন হালদার, বিশিষ্ঠ শিল্পপতি ওয়াহেদ আলী ।