
রাকিবুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি:
দীর্ঘ সময় অপেক্ষার পর গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার প্রথম নির্বাচন আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন কমিশন থেকে পাঠানো এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই তফসিল ঘোষণা করা হয়।
জানা গেছে, এ নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। এবং নির্দলীয় বা স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতার সুযোগও রাখা হয়েছে। পৌর নির্বাচনে দলীয়ভাবে প্রার্থী মনোনয়ন এবং দলীয় প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ থাকায় এ নির্বাচনকে কেন্দ্র করে দুই প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি তাদের প্রস্তুতি নিচ্ছে। এই নির্বাচনে নির্বাচন কমিশনে নিবন্ধিত সব দল মেয়র পদে দলীয়ভাবে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পাবে।
ঘোষিত পৌর নির্বাচনের তফসিল অনুযায়ী আগামী ১৫ নভেম্বর রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। মনোনয়নপত্র বাছাই চলবে ১৭ নভেম্বর পর্যন্ত। বৈধ প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৩ নভেম্বর। এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১০ ডিসেম্বর।
উল্লেখ্য, ২০০১ সালে পলাশবাড়ী পৌরসভা ঘোষণা করা হয়। এরপর সীমানা, মামলা ও আইনি জটিলতায় দীর্ঘ ১৯ বছর পৌরসভা বাস্তবায়ন স্থগিত থাকে। সকল জল্পনাকল্পনা ও আইনি জটিলতা কাটিয়ে অবশেষে এ বছরের শুরুতে পৌরসভা বাস্তবায়ন করে পৌর প্রশাসক নিযুক্ত করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী বাস্তবায়নকৃত এ পৌরসভার ১০ ডিসেম্বর প্রথম ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। ১০ ডিসেম্বরে জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে এ পৌরসভাটির পৌর মেয়র, কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর নির্বাচিত হবেন।