
রাকিবুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি:
মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে গাইবান্ধায় আলোর দিশারী স্টার স্পেটিং ক্লাব এর আয়োজনে টেনিস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২ মার্চ পুরাতন বাদিয়াখালী হাই স্কুল মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাইবান্ধা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব নুর এ হাবীব টিটন এর প্রতিনিধি জনাব প্রলয় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাহমুদ হাসান রুপম, রেজাউল করিম রেজা, কাবিউল আজাদ বাঁধন, সোহেল রানা, মমিনুল ইসলাম, কবির হোসেন প্রমুখ।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেয়া হয়।