
রাকিবুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজার রহমানের সাথে নিরাপদ যানবাহন চাই (নিযাচা) ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২৮ নভেম্বর সকালে নিযাচা’র কেন্দ্রীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নিযাচা’র চেয়ারম্যান আসাদুজ্জামান সরকারের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, নিযাচা’র মহাসচিব সালাহউদ্দিন কাসেম, সদর থানার নবাগত অফিসার ইনচার্জ মাহফুজার রহমান, নিযাচা’র উপদেষ্টা মাসুদুর রহমান মাসুদ, আশরাফ রেজা, শাহরিয়ার চৌধুরী প্রান্ত, শ্রমিক নেতা ওয়াসিম আলম, আল মাহমুদ ইমন, মিঠু, আনিস।