
রাকিবুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা প্রেসক্লাবের ২১ সদস্য বিশিষ্ট ২ বছরের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
রবিবার বিকালে গাইবান্ধা স্টেশন রোডস্থ কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়। এসময় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি দৈনিক আমার সংবাদের গাইবান্ধা জেলা প্রতিনিধি শেখ হাবিবুর রহমানের সভাপতিত্বে সভার শুরুতে সারাদেশে করোনাসহ বিভিন্ন রোগে মৃত্যুবরণকারী সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য দোয়া ও এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে প্রেসক্লাবের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
আলোচনা সভা শেষে সর্ব্বসম্মতিক্রমে দৈনিক আমার সংবাদ এর গাইবান্ধা প্রতিনিধি শেখ হাবিবুর রহমানকে সভাপতি ও ডেইলি সান ও দৈনিক ভোরের দর্পণের গাইবান্ধা জেলা প্রতিনিধি মোঃ রাহুল ইসলাম রুবেলকে সাধারণ সম্পাদক ও সৃষ্টি টিভির বিশেষ প্রতিনিধি ও দৈনিক গণকন্ঠের জেলা প্রতিনিধি মোঃ হারুন অর রশিদ হারুনকে সাংগঠনিক সম্পাদক করে আগামী দুই বছরের জন্য ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ নুরুল ইসলাম (সাপ্তাহিক জয় ভিশন), সহ সভাপতি মোঃ আবু নাসের সিদ্দিক তুহিন (দৈনিক উত্তরদক্ষিণ), মোঃ হায়দার আলী দৈনিক এশিয়ার বাণী), সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম (মুভি বাংলা টিভি), যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ রানা সরকার দৈনিক খবরপত্র), প্রচার সম্পাদক মোঃ জিহাদ হক্কানী দৈনিক প্রথম বেলা), অর্থ সম্পাদক শ্রী তপন চন্দ্র দাস (প্রভাতের আলো), দপ্তর সম্পাদক মোঃ আপেল মাহমুদ দৈনিক গাইবান্ধার মুখ), প্রকাশনা সম্পাদক মোঃ আনোয়ার হোসেন (দৈনিক ঢাকার ডাক), ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ শাহ আলম (দৈনিক আখিরা), সাংস্কৃতি বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম পরশ (৭১ বাংলা টিভি), সমাজ কল্যাণ সম্পাদক মোঃ শামসুল হক দৈনিক কালবেলা), ক্রীড়া সম্পাদক মোঃ আতোয়ার রহমান রানা (দৈনিক গনকন্ঠ), আইন বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিক (দৈনিক অধিকার), কার্য নির্বাহী সদস্য মোঃ আহসান হাবীব চৌধুরী উত্তম (দৈনিক প্রভাতি খবর), কাওছার আহম্মেদ কনক (সাপ্তাহিক সকাল বিকাল), মোঃ শামীম সরদার (দৈনিক ঢাকা প্রতিদিন), রিফাতুন্নবী রিফাত (পিবিএ নিউজ এজেন্সী)।