
জিয়াউল হক জিয়া, কক্সবাজার জেলা প্রতিনিধিঃ
কক্সবাজার চকরিয়া মালুম ঘাট এলাকায় হাম, নাত, গজল, আধুনিক গান, আঞ্চলিক গান, রবিন্দ্র সংগীত, নজরুলগীতি, পোকগান, পল্লিগীতিসহ বিভিন্ন গান অডিও ও ভিডিও রেকর্ডিং স্টুডিওর শুভ উদ্বোধন করা হয়। এখানে বিভিন্ন নাত,গান, স্বল্প খরচে অডিও ভিডিও রেকর্ড করা যাবে। কক্সবাজার সমুদ্র কন্যার শহরে কোন স্থানে রেকর্ড স্টুডিও না থাকায় ভোগান্তি পোহাতে হয়েছে স্হানীয় শিল্পীদের ৷ জেলার সঙ্গীতশিল্পীদের গান বা কোনও সাউন্ড রেকর্ডিংয়ের জন্য ছুটে যেতে হত ভিন্ন জেলা কিংবা সেই ঢাকার স্টুডিও গুলোতে । জেলার এই অভাবের কথা ভেবেই নেওয়া হল এ উদ্যোগ। কক্সবাজার জেলা তথা চকরিয়া উপজেলার মালুমঘাট খৃস্টান মেমোরিয়াল হাসপাতালে অপজিটে সঙ্গীতশিল্পীদের জন্য তৈরি হলো আস্তা মানের একটি আধুনিক রেকর্ডিং স্টুডিও। STUDIO-H রেকর্ডিং রয়েছে অত্যাধুনিক সব ব্যবস্থা। ২৬ ফেব্রুয়ারি এই অত্যাধুনিক রেকর্ডিং স্টুডিওর উদ্বোধন করেন, গীতিকর, সূরকার, সংগীত শিল্পী ও বাংলাদেশ বেতার, কক্সবাজার বেতার শিল্পী আজম সা ৷
পাশাপাশি শিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন, শিল্পী মও, জয়নাব, মিল্লাত, রনি, সোহেল রানা, তারমিনা ইয়াসমিন কারিনা ৷ গীতিকার ও সূরকার সাহেনা পারভিন ৷ ম্যানেজিং ডাইরেক্ট আজাহার হোছাইন, মিউজিক কম্পোজার আব্দু রশিদ, সহযোগী মিউজিক কম্পোজার হানিফ মাহমুদ ও অন্যান্য বিশিষ্টজনরা। জানা গেছে এই স্টুডিওতে লাইভ কনসার্টের ব্যবস্থা থাকবে। এতদিনে জেলায় একটি অত্যাধুনিক মানের স্টুডিও পাওয়ায় খুশি জেলার সঙ্গীতশিল্পীরা।