
রাজু দাশ, (চকরিয়া প্রতিনিধি):
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক সাংসদ ও কক্সবাজার জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ এইচ সালাহ উদ্দীন মাহমুদ ও চকরিয়া সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক রাহগীর মাহামুদের মাতা আছিয়া খাতুন মৃৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর। তিনি ৪ ছেলে, ২ কন্যা, আত্মীয়-স্বজন ও অনেক গুনগ্রাহী রেখে গেছেন।
শনিবার (১৩ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০টার চকরিয়া পৌর শহরের একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। আজ বিকালে বরইতলী ইউনিয়নের দাঙ্গারদীঘি কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে মরহুমার নামাজে জানাযা শেষে তাকে স্থানীয় মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়।
মরহুমার মৃত্যুতে পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের বর্তমান সাংসদ ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাফর আলম এম, এ, সাবেক সাংসদ হাজী মোহাম্মদ ইলিয়াছ, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, পৌর মেয়র আলমগীর চৌধুরী, চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি আনসারুল ইসলাম (বাবুল মিয়া), বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল আহমদ সিকদার, বরইতলী গ্রিণ লাইট ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজ সেবক ছালেকুজ্জামান।
চকরিয়া- পেকুয়া উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ দল-মত নির্বিশেষে হাজার হাজার মানুষ জানাযায় অংশ গ্রহন করেন। জানাযায় অংশগ্রহণকারী সকলেই মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন, ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।