
নিজস্ব প্রতিবেদকঃ
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমকে চতুর্থ বারের মতো জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল ১৩ মার্চ কর্ণেল অলির জন্মদিন উপলক্ষে চন্দনাইশ উপজেলা ও পৌরসভা এলডিপি, গণতান্ত্রিক যুবদল, ছাত্রদলের যৌথ উদ্যোগে প্রথমে কেক কেটে অনুষ্ঠানের শুরু হয়। পরে এক আলোচনা সভা পৌরসভা সদরস্থ এলডিপি’র কার্যালয়ে সংগঠনের সহ-সভাপতি আবদুল মাবুদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন, পৌর এলডিপি’র সভাপতি এম আইনুল কবির। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে সাধারণ সম্পাদক আক্তার উদ্দিন, গিয়াস উদ্দিন চৌধুরী, মহিউদ্দিন। আলোচনায় অংশ নেন, জমীর হোসেন, সোলতান আহমদ, মো. আলম, নুরুল ইসলাম, মো. হামিদ, আবদুর রহিম, বেলাল উদ্দিন, মো. আমান, মনজুর মোহাম্মদ, মোজাম্মেল হক, আনোয়ার হোসেন, নজরুল ইসলাম, দেলোয়ার হোসেন, কাজী রয়েল প্রমুখ। পরে নেতার দীর্ঘায়ু ও রাজনৈতিক জীবনের উত্তোরাত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।