
নিজস্ব প্রতিবেদকঃ
সারাদেশের ন্যায় চন্দনাইশে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী তথা জাতীয় শিশু দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।
১৭ মার্চ দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদের সম্মুখে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ হোসেন, পৌর মেয়র মাহাবুবুল আলম খোকা, থানা অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন সরকার, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আ’লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবু আহমদ জুনু, পৌর আ’লীগের আহবায়ক কায়সার উদ্দীন চৌধুরী, যুবলীগের আহবায়ক তৌহিদুল আলম, যুগ্ম আহবায়ক এসএম মুছা তছলিম, মুরিদুল আলম মুরাদ, কৃষকলীগের সাধারণ সম্পাদক নবাব আলী, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি মো. দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মুহাম্মদ এরশাদ, মহিলা আ’লীগ, চন্দনাইশ স্পোটিং ক্লাব, সৈনিক লীগ, চন্দনাইশ বঙ্গবন্ধু ফাউন্ডেশন, স্বেচ্ছাসেবক লীগ, গাছবাড়িয়া পিপিএস মডেল উচ্চ বিদ্যালয়, দক্ষিণ পূর্ব জোয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, হারলা সমবায় সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছৈয়দ মো.পাড়া রহমানিয়া আহমদিয়া দাখিল মাদ্রাসা, চন্দনাইশ সংগীত নিকেতনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন।