
মো. আজিমুশ শানুল হক দস্তগীরঃ
চন্দনাইশে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত হওয়ার উদযাপন কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
২৩ মার্চ সকালে উপজেলা প্রশাসনের আয়ােজনে উপজেলা পরিষদ মিলনায়তনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত হওয়ায় উদযাপন কর্মসূচীর প্রস্তুতিমূলক সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহফুজা জেরিন, মুক্তিযোদ্ধা জাফর আলী হিরু, কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকার, চন্দনাইশ থানা সেকেন্ড অফিসার সুজায়েত, দক্ষিণ জেলা মহিলা আ’লীগের দপ্তর সম্পাদক সঞ্চিতা বড়ুয়া, প্রকৌশলী রেজাউন নবী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রতন কুমার সাহা,প্রাণী সম্পদ কর্মকর্তা আরিফ উদ্দিন, পৌরসভা আ’লীগের আহবায়ক এম কায়ছার উদ্দিন চৌধুরী, চেয়ারম্যান যথাক্রমে আমিন আহমেদ চৌধুরী রোকন,আলমগীরুল ইসলাম চৌধুরী, আহমুদুর রহমান প্রমূখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছে। স্বাধীনতার সূবর্ণজয়ন্তী এবং মুজিব জন্মশতবর্ষে দেশের এ অর্জন এক বিরাট গৌরব ও আনন্দের। বঙ্গবন্ধু কন্যা ও বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের এ অর্জন নতুন প্রজন্মকে উৎসর্গ করেছেন। সমগ্র দেশবাসীকে সম্পৃক্ত করে বাংলাদেশের প্রতিটি জেলা ও উপজেলায় স্বাধীনতার সূবর্ণজয়ন্তী ও স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত হওয়ায় উদযাপন কর্মসূচী সারাদেশের ন্যায় বিভিন্ন চন্দনাইশে কর্মসূচি মাধ্যমে পালিত হবে।