
সৈকত দাশ ইমনঃ চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভা নির্বাচনে আজ ২৬ জানুয়ারি মনোনয়ন ফরম প্রত্যাহারের শেষ দিনে মেয়র পদে দুই ও সাধারণ আসনে চার কাউন্সিলর প্রার্থী মনোনয়ন ফরম প্রত্যাহার করেছেন।
মনোনয়ন ফরম প্রত্যাহারকারী মেয়র প্রার্থীরা হলেন- মো. ইখতিয়ার হোসেন ও চেমন আরা বেগম। কাউন্সিলর পদে ৩নং ওয়ার্ডের মো. আবুল কালাম, ৬ নং ওয়ার্ডের আবু তাহের ও আবু জাফর, ৮ নং ওয়ার্ডের মো. নুরুন্নবী।
বর্তমানে পৌরসভা নির্বাচনে ৪ মেয়র, ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৪৭ জন ও সংরক্ষিত ৩টি আসনে ৯ জন প্রার্থী রয়েছেন। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চন্দনাইশ উপজেলা নির্বাচন কর্মকর্তা মিনহাজুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করে জানান, আগামীকাল বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে এগারটায় কাউন্সিলর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হবে। স্বতন্ত্র দুই জন মেয়র প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় চার মেয়র প্রার্থী তাঁদের দলীয় প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আগামী ১৪ ফেব্রুয়ারি চতুর্থ ধাপে চন্দনাইশ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।