
চন্দনাইশ প্রতিনিধিঃউপজেলা প্রশাসনের উদ্যোগে ২০ ফেব্রুয়ারি সকালে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে চিত্রাংকন, কবিতা আবৃত্তি, সুন্দর হস্তাক্ষর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরদিন ২১ ফেব্রুয়ারি সকালে উপজেলা অডিটরিয়ামে ২১ এর তাৎপর্য শীর্ষক আলোচনা, পুরস্কার বিতরণ সভা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী। আলোচনায় অংশ নেন, উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, পৌর মেয়র মাহাবুবুল আলম খোকা, উপজেলা ভাইস চেয়ারম্যান মাও. সোলাইমান ফারুকী, সহকারী কমিশনার (ভুমি) নিবেদিতা চাকমা, দক্ষিণ জেলা আ’লীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, অফিসার ইনচার্জ নাসির উদ্দিন সরকার, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবু আহমদ জুনু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর আলী হিরু, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি এড. মো. দেলোয়ার হোসেন, চেয়ারম্যান যথাক্রমে আমিন আহমদ চৌধুরী রোকন, আলমগীরুল ইসলাম চৌধুরী, আ’লীগ নেতা আবুল কাশেম বাবলু প্রমুখ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, একুশের চেতনাকে ধারণ করে আমরা এদেশের স্বাধীনতা পেয়েছি। দেশ রাজনৈতিকভাবে স্বাধীনতা পাওয়ার পাশাপশি অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে বর্তমান প্রধানমন্ত্রী ব্যাপক কাজ করে যাচ্ছেন এবং তিনি সফল হয়েছেন। প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা দেশের মানুষের কল্যাণের জন্য বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবর্ন্ধী ভাতা, মুক্তিযোদ্ধা ভাতাসহ যে সকল ভাতা দিয়ে যাচ্ছে তার ফল দেশের সর্বস্তরের মানুষ পাচ্ছে। বর্তমান সরকারের ভিশন এবং মিশন বাস্তবায়নে দক্ষ মানব সম্পদ গঠনে শিক্ষকদের ভূমিকার উপর গুরুত্বারোপ করেন। তিনি আরো বলেন শিক্ষাক্ষেত্রে বাংলাদেশ আজ অনেক সমৃদ্ধ ও অগ্রগতি সন্তোষজনক। শিক্ষকদের উচিত দক্ষ মানব সম্পদ গঠন করতে হবে। যারা তাদের জ্ঞান, বুদ্ধি, সুন্দর চিন্তাশক্তি, দক্ষতাকে যথার্থ ব্যবহার করে রূপকল্প-২০২১ এবং ২০৪১ সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে ক্রমবর্ধমান অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে অগ্রসরমান বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে আরো সোনালী ভবিষ্যতের দিকে।