
মোঃ আজিমুশ শানুল হক দস্তগীর (চন্দনাইশ) চট্টগ্রাম
চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিবেদিতা চাকমার চলমান ভেজাল বিরোধী অভিযান শনিবার (৯ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশসহ, যৌথভাবে দোহাজারী পৌরসভা সদর এলাকায় অভিযান চালায়।
অভিযানে নিষিদ্ধ পলিথিনের ব্যাগ বিক্রি ও প্রদর্শনের জন্য মজুদের অভিযোগে মুদি ব্যবসায়ী নুর হোসেনকে পরিবেশ আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং উদ্ধারকৃত বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিনের ব্যাগ জনগণের সম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
দোকানের সামনে পণ্যের মূল্য তালিকা না টাঙ্গানোর অপরাধে মুদি ব্যবসায়ী রিদোয়ানকে এক হাজার (১০০০) টাকা জরিমানা করা হয়। এছাড়া সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখা ও সামাজিক দূরত্ব না মানায় দোহাজারী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালের প্রবেশদ্বারে চা দোকানী আব্দুর রহিমকে ২শ টাকা জরিমানা করা হয়।
চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিবেদিতা চাকমা বলেন, “করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় রাখার পাশাপাশি ভেজাল পণ্য বিক্রি রোধে চন্দনাইশ উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত মাঠে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে । ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান চলমান থাকবে।”