
চন্দনাইশ প্রতিনিধিঃ
চন্দনাইশ পৌরসভা নির্বাচনে দ্বিতীয়বারের মত মেয়র নির্বাচিত হয়েছেন আ’লীগ সমর্থিত নৌকার প্রার্থী মাহাবুবুল আলম খোকা। সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১, ২, ৩ নং ওয়ার্ডে শিরিন আকতার (আনারস), ৪,৫,৬ নং ওয়ার্ডে কহিনুর আকতার (চশমা), ৭,৮,৯ নং ওয়ার্ডে হাছনারা বেগম (আনারস)। সাধারণ কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে মো. শাহেদুল ইসলাম (ডালিম), ২নং ওয়ার্ডে মো. নুরুল ইসলাম (টেবিল ল্যাম্প), ৩নং ওয়ার্ডে মো. হেলাল উদ্দীন চৌধুরী (পাঞ্জাবী), ৪ নং ওয়ার্ডে মো. মাসুদুর রহমান (উটপাখি), ৫ নং ওয়ার্ডে মো. শাহ আলম (টেবিল ল্যাম্প), ৬নং ওয়ার্ডে মোরশেদুল আলম (ডালিম), ৭নং ওয়ার্ডে মো. মোজাম্মেল হক চৌধুরী (টেবিল ল্যাম্প), ৮ নং ওয়ার্ডে মো. আবু তৈয়ব (ডালিম), ৯নং ওয়ার্ডে মো. লোকমান হাকিম (গাজর) প্রতীক নিয়ে বেসরকারিভাবে জয়লাভ করেন।