
আলমগীর বাবু, চাঁদপুর প্রতিনিধিঃ
চাঁদপুরে করোনাভাইরাস সংক্রমণরোধে ভ্রাম্যমাণ আদালত, জেলা প্রশাসনের কর্মতৎপরতা পরিলক্ষিত হয়েছে। ২ এপ্রিল নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ উজ্জ্বল হোসেনের নেতৃত্বে দিন ব্যাপী এ কার্যক্রম জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধি করেছে।বিনামূল্যে ১০০ পিছ মাস্ক বিতরণের মাধ্যমে সচেতনতা করার পরও আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে অর্থদন্ড আরোপ করা হয়েছে।শহরের ষোলঘর, বাসস্ট্যান্ড, বিপনীবাগ, ছায়াবানীমোড়, নতুনবাজার, প্রেসক্লাব, মোলহেড, কালিবাড়িমোড়, পালকি কমিউনিটি সেন্টার, বিপনীবাগ কমিউনিটি সেন্টার, এলিট হাউজ, এরোমা রেস্টুরেন্ট, রসুইঘর পার্টি হাউজ, হিলশা কিচেন।( ইত্যাদিতে সব ধরণের অনুষ্ঠান বিয়ে, জন্মদিন, খতনা, পার্টি বিষয়ে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে নিষেধ আরোপ করা হয়)।
অর্থদন্ডঃ শহরের রসুইঘর রেস্টুরেন্ট ও পার্টি হাউজ নিষেধ অমান্য করে বিবাহত্তোর অনুষ্ঠান আয়োজনের কারণে আদালত ১লক্ষ ( ১,০০,০০০/-) অর্থদন্ড আদায় করে। কর্তৃপক্ষ পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত এমন আয়োজন করবে না বলে উপস্থিত সাংবাদিক ও জনসাধারণকে প্রতিশ্রুতি দেয়।
এছাড়া, মাস্ক পরিধান না করায় শহরের হকার্স মার্কেট ও মোলহেডে ০৯টি মামলায় ১৯০০ টাকা অর্থদন্ড আদায় করা হয়।দিনব্যাপী জেলা প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত রয়েছে… এ সময় উপস্থিত ছিলেন পেশকারঃ জসিম উদ্দিন পাটোয়ারী, সংগীয় ফোর্সঃ চাঁদপুর সদর মডেল থানা ও পুলিশ লাইন্স চাঁদপুর স্বেচ্ছাসেবকঃ জেলা প্রশাসন চাঁদপুরের সেচ্ছাসেবক টিম।