
আলমগীর বাবু, চাঁদপুর প্ররতিনিধিঃ
চাঁদপুরে অভিযান চালিয়ে পিকআপভ্যান থেকে এক হাজার ৫০০ কেজি (৩৭ মণ) জাটকাসহ দুজনকে গ্রেফতার করেছে চাঁদপুর কোস্টগার্ড। আজ শনিবার শহরের পুরানবাজার-নতুন বাজার সেতুসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করা হয়।গ্রেফতারকৃতরা হলেন চাঁদপুর সদর থানার ব্রাহ্মণগাঁও গ্রামের সেলিম মোল্লার ছেলে ইয়াছিন মোল্লা (১৬) এবং নওগাঁর মহাদেবপুর থানার হোসেন আলী মন্ডলের ছেলে রফিকুল ইসলাম (৩৫)।কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট আসাদুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর উপজেলায় ঢাকাগামী পিকআপে তল্লাশি চালিয়ে ৩৭ মণ জাটকাসহ দুজনকে গ্রেফতার করা হয়।চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মঞ্জরুল মোর্শেদ বলেন, মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানায় জাটকাগুলো বিতরণ করা হয়। গ্রেফতারকৃতদের এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানান তিনি