
আলমগীর বাবু, চাঁদপুর প্রতিনিধিঃ
চাঁদপুর জেলা প্রশাসক তার কার্যালয়ে ৩১মার্চ বুধবার বেলা সাড়ে ১২টা–১টা ৩০ পর্যন্ত চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে তাদের আবেদনের প্রেক্ষিতে এক সাক্ষাতকারমূলক গণশুনানী গ্রহন করেন এ সময় জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ নিজেই সরাসরি বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে কথা বলেন। তাদের আবেদনের আলোকে আজ ২৪ জনের সাথে কথা বলেন। তাৎক্ষনিক সিদ্ধান্ত দেন ২ জনের সমাধানের জন্য, বাকী ২২ জনের পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে প্রেরন করেন । তিনি চাঁদপুরে যোগদান করার পর সপ্তাহের প্রতি বুধবার এ গণশুনানী চালু করেন।গনশুনানিকালে তাকে সার্বিক সহযোগিতা করেন নির্বাহী ম্যাজিস্টেট ইমরান হোসেন ডালিম ও গোপনীয় সহকারী মোছলেহ উদ্দিন মজুমদার সহ অন্য দু’জন কর্মকর্তা।