
আলামগীর বাবু,চাঁদপুর প্রতিনিধিঃ মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন উৎসব মুখর পরিবেশে শুক্রবার সম্পন্ন হয়েছে। সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুল লতিফ মিয়াজী ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এমএম সাইফুল ইসলাম।
মতলব উত্তর উপজেলা প্রেস ক্লাবের নির্বাচনে সভাপতি পদে আব্দুল লতিফ মিয়াজী (প্রাপ্ত ভোট ১২), প্রভাষক আলমাস মিয়া ( প্রাপ্ত ভোট ১১), গোলাম নবী খোকন ( প্রাপ্ত ভোট ০৩) সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাবুল মুফতি, আতিকুর রহমান দুলাল,আল আমিন ভূঁইয়া।সাধারণ সম্পাদক পদে এমএম সাইফুল ইসলাম ( প্রাপ্ত ভোট ১৮), আরাফাত আল আমিন (প্রাপ্ত ভোট ০৮) যুগ্ম সাধারণ সম্পাদক পদে ফয়জুন নূর রাসেল ( প্রাপ্ত ভোট ১৮), তুহিন ফয়েজ ( প্রাপ্ত ভোট ০৮), সাংগঠনিক সম্পাদক পদে মমিনুল ইসলাম (প্রাপ্ত ভোট ১৩), সালেহ আহমদ (প্রাপ্ত ভোট ১৩) লটারির মাধ্যমে মমিনুল ইসলামকে বিজয়ী ঘোষণা করা হয়।
পরে সমঝোতার মাধ্যমে কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন সালেহ আহমেদ। দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছে শাহাদাত হোসেন। মতলব উত্তর উপজেলা প্রেসক্লাব নির্বাচন ২০২১ প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন রাকিবুল ইসলাম সোহাগ, সহকারী কমিশনার ছিলেন জাকির হোসেন বাদশা, আব্দুল বারি, ইসরাফিল বাবু। মোট ভোটার ছিল ২৭ জন। ১ জন সদস্য বিদেশে থাকায় ২৬ জন সদস্য ভোটাধিকার প্রয়োগ করে।