
রাজু দাশ, চকরিয়া প্রতিনিধি:
বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ মারুফ আদনানের নির্দেশনায় মাতামুহুরি উপজেলা ছাত্রলীগ নেতা আরফাত খানের উদ্যোগে মাদ্রাসা শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় মাতামুহুরি সাংগঠনিক উপজেলা বেতুয়া বাজার হয়রত ফাতিমা রাঃ বালিকা আলিম মাদরাসা এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন
বি এম চর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি
মাতামুহুরি সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের গণশিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ আরফাত।
এসময় উপস্থিত ছিলেন, হয়রত ফাতিমা রাঃ বালিকা আলিম মাদ্রাসার অধ্যক্ষ কবির হোসাইন।
ছাত্রলীগ নেতা মোঃ আরফাত বলেন
বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী
কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছাত্রনেতা মারুফের ভাইয়ের নির্দেশনায় আজ কোমলমিত শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ খাতা, কলম, স্কেল ও বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করছি।
তিনি আরো জানান, বাংলাদেশের যেকোনো দুর্যোগ, দুঃসময় ও ক্রান্তিলগ্নে বাংলাদেশ ছাত্রলীগ মাতামুহুরি সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের একজন কর্মী হিসাবে শিক্ষা, শান্তি, প্রগতির মূলমন্ত্র নিয়ে সবসময় মানবিক সহায়তায় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি। শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ, রক্তদান, বৃক্ষরোপণ কর্মসূচির মধ্যে দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন সহায়তা করে আসছি। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। সবাই আমার জন্য দোয়া করবেন, অতীতের ন্যায় যেন মানুষের পাশে থাকতে পারি ও মানুষের জন্য কাজ করতে পারি।