
মো: আ: হামিদ টাঙ্গাইল জেলা প্রতিনিধি:-
টাঙ্গাইলে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে অন্তত ১২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (০৬ জুন) বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের রাবনা বাইপাসে এ দুর্ঘটনা ঘটে।
এ ব্যাপারে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাসুদেব সিনহা বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা পাবনাগামী পাবনা এক্সপ্রেসের একটি বাস ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে কমপক্ষে ১২ জন আহত হয়। পরে খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়। ঘটনার পর চালক পালিয়ে যায়।