
জিয়াউল হক জিয়া, কক্সবাজার জেলা প্রতিনিধিঃ
টেকনাফে কোস্টগার্ড জওয়ানেরা নাফনদীতে অভিযান চালিয়ে ইয়াবা ও কাঠের নৌকাসহ স্থানীয় দুই মাদক কারবারীকে আটক করেছে। আটক দুই মাদক কারবারীকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করেছে।
বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ-পূর্বজোনের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার বিএন আমিরুল হক জানান,৬ই ফেব্রুয়ারী ভোররাতে মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড টেকনাফ বিসিজি ষ্টেশনের লেঃ কমান্ডার সাইয়েদুল মোরসালিনের নেতৃত্বে জওয়ানেরা সাবরাং জালিয়াপাড়া ২নং সুলিশ গেইট এলাকায় অভিযানে যায়। কিছুক্ষণ পর নাফ নদীতে মায়ানমার সীমানা অতিক্রম করে ১টি ডিঙ্গি নৌকা বাংলাদেশ সীমানায় আসতে দেখে সন্দেহজনক হওয়ায় স্পীড বোট নিয়ে ধাওয়া করে নৌকাটি জব্দ করে । পরবর্তীতে নৌকাটিতে তল্লাশি করে ১টি প্লাস্টিকের প্যাকেট পলিথিন মোড়ানো অবস্থায় ১৪হাজার পিস ইয়াবাসহ টেকনাফ বরইতলীর মোঃ ইউনুছের পুত্র মোহাম্মদ নুর (২৪) এবং নুর ইসলামের পুত্র মোঃ লিয়াকত আলী (১৮) কে গ্রেফতার করে।
এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত নৌকা ও ইয়াবাসহ ধৃতদের টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে জানান।