
জিয়াউল হক জিয়া, কক্সবাজার জেলা প্রতিনিধিঃ
টেকনাফের হোয়াইক্যং উংচিপ্রাং এলাকায় বাসের সঙ্গে সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছে।এঘটনায় আরো (৫) জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে,তাদের অবস্থা আশঙ্কাজনক।
জানা যায়,বুধবার(১০ ই ফেব্রুয়ারি) সকাল ৯.টা ৩০ মিনিটে হোয়াইক্যং উনচিপ্রাং ব্রিজের উত্তর পার্শে নাট্টিকার কোনায় স্থানে বাস-সিএনজি’র মুখোমুখি সংঘর্ষ হয়।এতে বাসের ধাক্কায় সিএনজি ভেঙে দুমড়ে মুচড়ে যায় সিএনজির যাত্রীর মধ্যে তিনজন ঘটনাস্থলেই নিহত হয়।নিহতরা হলেন,মরিচ্যা ঘোনা এলাকার মৃতঃ শহর মুল্লুকের ছেলে সালামত উল্লাহ (৬০) সালামত উল্লার ছেলে নজরুল ইসলাম (৩০)এবং কামরুল ইসলামের মেয়ে মরিয়ম (৯)মাস। আহত ব্যক্তিরা হল”দেলোয়ার, রোকেয়া, নুর নাহার, সোহানা,ও সিএনজি চালক নুর মোস্তফা মানিক এদের অবস্থা আশংকা জনক বর্তমানে তারা বিভিন্ন এনজিও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে বলে জানান তার স্বজনরা। তারা সবাই একই পরিবারের। ঘটনা শেষে নয়া পাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ীর ইনচার্জ জাকের হোসাইন ঘটনা স্হল পরিদর্শন করেন এবং ঘটনা স্হল থেকে একটি লাশ উদ্ধার করেন বাকি লাশ দুইটি আত্মীয় স্বজনরা বাড়িতে নিয়ে যায় এবং মিনি বাসের চালক বেলাল উদ্দিন কে আটক করতে সক্ষম হন।