
জিয়াউল হক জিয়া, কক্সবাজার জেলা প্রতিনিধিঃ
কক্সবাজার টেকনাফ উপজেলা মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়।গ
ত ১৫ ফেব্রুয়ারি (সোমবার) উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এবং উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান নুরুল আলম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য মোহাম্মদ শফিক মিয়া,মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আকতার মিলি। বক্তব্য রাখেন,হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী, বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা আজিজ উদ্দিন,টেকনাফ সদর ইউপি চেয়ারম্যান শাহজাহান মিয়া,সাবরাং ইউনিয়নের চেয়ারম্যান নূর হোসেন, সেন্টমার্টিন ইউনিয়নের চেয়ারম্যান নুর আহমদ, হোয়াইকং ইউপি চেয়ারম্যান নুর আহাম্মদ আনোয়ারী, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাহিদ হোসেন,পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাংবাদিক জাবেদ ইকবাল চৌধুরী, আওয়ামী লীগ নেতা জহির হোসেন এম এ, উপজেলা মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন ও শাহপরীরদ্বীপের সোনালী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,জনপ্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা মাদক বিস্তারে স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির উদ্বেগ প্রকাশ করেছেন এবং মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখার জোরালো বক্তব্য রাখে বলেন পর্যটন মৌসুমে টেকনাফ সেন্টমার্টিন যাতায়াত এবং পর্যটকবাহী জাহাজকে মাদক রোধে অস্থায়ী চেকপোস্ট বসানোর গুরুত্ব আরোপ করা হয়। অনুষ্ঠান শেষে একুশে ফেব্রুয়ারি শহিদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২১ উদযাপনে প্রস্তুতি উপলক্ষে আলোচনা করা হয়।