
জিয়াউল হক জিয়া, কক্সবাজার জেলা প্রতিনিধিঃ
টেকনাফে কোস্টগার্ডের সদস্যরা অভিযান চালিয়ে বিদেশী দুইশত বোতল মদসহ পাঁচজন মাদক কারবারীকে আটক করেছেন বাংলাদেশ কোস্টগার্ড বিসিজি ষ্টেশন সেন্টমার্টিনের সদস্যরা।বাংলাদেশ কোস্টগার্ড সেন্টমার্টিন ষ্টেশান লে: কমান্ডার আরিফুজ্জান জানায়,
আজ ৯ ফেব্রুয়ারী সকাল ৯ঘটিকা হতে ১১ঘটিকা পর্যন্ত সেন্টমার্টিন সমুদ্র এলাকায় বিসিজি ষ্টেশান সেন্টমার্টিন কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় মিয়ানমারের দিক থেকে একটি ইন্জিন চালিত কাঠের নৌকা সীমান্তের দিকে আসতে থাকে। বাংলাদেশ সীমানার ভিতরে ঢুকার পর নৌকাটি সন্দেহ হলে সেন্টমার্টিন বিসিজি’র সদস্যরা ধাওয়া করে নৌকাটি জব্দ করে। পরে নৌকা তল্লাশী করে বস্তা ভর্তি রাখা দুইশত বোতল বিদেশী মদসহ পাঁচজন আসামীকে গ্রেফতার করে।এসময় পাচার কাজে ব্যবহৃত নৌকাটিও জব্দ করেছে বলে জানান তিনি। আজ ৯ ফেব্রুয়ারী সন্ধ্যা ৬ টার সময় এক সংবাদ সম্মেলনে ঘটনার সত্যটা নিশ্চিত করেন,লে:কমান্ডার বিএন মিডিয়া কর্মকর্তা আমিরুল হক।