
পি কে রায়, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার গ্রাম পুলিশ সদস্যদের মাঝে বিনামূল্যে বাই-সাইকেল বিতরণ করা হয়েছে।
গতকাল (২৪ মার্চ) দুপুরে চিরিরবন্দর উপজেলা পরিষদ চত্বরে ১২টি ইউনিয়নের সকল গ্রাম পুলিশ সদস্যদের মাঝে এই বাই-সাইকেল বিতরণ করা হয়।
চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়শা সিদ্দীকা এর সভাপতিত্বে বাই-সাইকেল বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ আহসানুল হক মুকুল ও সকল ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ। উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে এসব বাই-সাইকেল বিতরণ করা হয়।
এসময় বক্তারা বলেন, এই বাই-সাইকেল বিতরণের ফলে স্থানীয় গ্রাম পুলিশদের কাজে আরো গতিশীল হবে। ইউনিয়ন পরিষদের সকল তথ্য তাঁরা গ্রামে গ্রামে দ্রুত পৌঁছে দিতে পারবে।