
সৈকত দাশ ইমনঃ চট্টগ্রামের দোহাজারী পৌরসভার চাগাচর গ্রামের গত ৮ ফেব্রুয়ারী মরহুম হাজী মোহাম্মদ হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে ১ম বারের মতো ব্যাটমিন্টন টুর্ণামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলা শেষে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি দোহাজারী শাখার ম্যানেজার মুহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব আবুল কাশেম লেদু চেয়ারম্যান স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব মোঃ লোকমান হাকিম, প্রধান বক্তা এড. মোঃ সাদ্দাম হোসেন নিরব, বিশেষ অতিথি স্টার বাংলা আই পি টিভি ব্যবস্থাপনা পরিচালক মোঃ ছাদেক হোসেন, চাগাচর ভাই ভাই একতা সংঘের সভাপতি মোঃ সোহেল, মোঃ আমিনুল ইসলাম, আনন্দ সুশীল প্রমুখ। ফাইনাল খেলায় চাগাচর মুছাবিয়া একতা সংঘ, হাজারী শপিং সেন্টার মদিনা মোবাইল সপ একতা সংঘ খাগরিয়াকে দুই সেঁটে পরাজিত করেন।