
সৈকত দাশ ইমনঃ দক্ষিণ চট্টগ্রামের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান দোহাজারী জামিজুরী আহমদুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রী পরিষদের উদ্যোগে গত ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিজয় র্র্যালী ও শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পন করেন।
র্র্যালী ও পুষ্পমাল্য অর্পণের সময় উপস্থিত ছিলেন, দোহাজারী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বীর মুক্তিযোদ্ধা ইন্জিনিয়ার ইসলাম খান, প্রাক্তন ছাত্র ও শিক্ষা অনুরাগী সদস্য নবাব আলী, পরিচালনা পরিষদের অবিভাবক সদস্য মোঃ দেলোয়ার হোসেন, প্রাক্তন ছাত্র শাহ আলম মেম্বার, জামাল উদ্দিন মেম্বার, প্রাক্তন ছাত্র ছাত্রী পরিষদের সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ টিপু, সাংগঠনিক সম্পাদক এস এম মুছা, প্রচার সম্পাদক মোঃ ওসমান গনি, প্রাক্তন ছাত্র এস এম জামাল মাহমুদ, ইয়াছিন মেম্বার, আবদুল মালেক, মোঃ সবুজ, সৈকত দাশ ইমন প্রমুখ।