
সৈকত দাশ ইমনঃ
“মাস্ক পরার অভ্যেস করোনা মুক্ত বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কোভিড – ১৯ দ্বিতীয় ধাপ করোনা মোকাবেলায় দেশব্যাপী বাংলাদেশ পুলিশের উদ্যোগে জনসচেতনতা মূলক কর্মসূচির অংশ হিসেবে দুপুরে দোহাজারী তদন্ত কেন্দ্রের উদ্যোগে দেশব্যাপী একযোগে মাস্ক বিতরণ ও স্বাস্থ্যবিধি মেনে চলার প্রচারণা কার্যক্রম শুরু করা হয়েছে।
উক্ত কর্মসূচিতে উপস্হিত ছিলেন, এ এস পি মোঃ শানতুল আরেফিন এস এ এফ, চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাসির উদ্দীন সরকার, চন্দনাইশ থানা তদন্ত ওসি মোঃ মজনু মিয়া, দোহাজারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ আবদুল হালিম, দোহাজারী ট্রাফিক ইনচার্জ টি আই মোঃ কবির, চন্দনাইশ উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক নবাব আলী, চন্দনাইশ প্রেস ক্লাবের সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আজিমুশ শানুর হক দস্তগীর, ক্রীড়া সম্পাদক মোঃ মঈনুদ্দিন, স্টার বাংলা আই পি টিভির ব্যবস্থাপনা পরিচালক মোঃ ছাদেক হোসেন, সদস্য হাজী শহিদুল ইসলাম প্রমুখ।