
মোঃ মসলেম উদ্দিন, নাগেশ্বরী (কড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে নব-নির্বাচিত পৌর মেয়রের সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব জাফর আলী,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা জামান,জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইদ হাসান লোবান, জেলা পরিষদ সদস্য নাজমুল হুদা লাল,উপজেলা নির্বাহী অফিসার নুর আহমেদ মাছুম, থানা অফিসার ইনচার্জ রওশন কবীর। আন্যান্যদের মধ্যে পৌর আওয়ামীলীগের সভাপতি আবুল হোসেন. সাধারণ সম্পাদক আব্দুল হাই ভুট্টু। সভায় উপস্থিত ছিলেন সকল নব-নির্বাচিত কাউন্সিলরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি পরিচালনা করেন আওয়ামীলীগের যুগ্ন সাদারণ সম্পাদক লিটন চৌধুরী।অণুষ্ঠানে নাগেশ্বরী উপজেলা মানবাধিকার সংস্থা নব-নির্ব নির্বচিত মেয়রকে সম্মানতা ক্রেস প্রদান করেন।