
মোঃ মসলেম উদ্দিন,নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
লালমনিহাট সদর উপজেলার পঞ্চগ্রাম সিন্দুরমতি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে গতকাল ভ্রাম্যমান থেরাপি সেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।প্রতিবন্ধি সেবা ও সাহায্য কেন্দ্র লালমনিরহাটের উদ্যোগে সিন্দুরমতি প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয়ের সহযোগিতায় উক্ত বিদ্যালয়ে গণপ্রজান্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যান মন্ত্রণালয়াধীন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন এর পরিচালনায় অটিজমসহ অনান্য প্রতিবন্ধী ব্যাক্তি ও প্রতিবন্ধিতার ঝুকিতে থাকা ব্যাক্তিদের চিকিৎসা ধেরাপী ফ্রি সেবা প্রদানের লক্ষে ভ্রাম্যমান থেরাপি সেবা ক্যাম্পেইন এর আয়োজন করা হয়েছে। এ সময় প্রায় ৪শত প্রতিবন্ধিকে এই সেবা দেয়া হয়েছে। পঞ্চগ্রাম সিন্দুরমতি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের পরিচালক আইয়ুব আলী মন্ডল অনুষ্ঠানটি পরিচালনা করেন।