
মোঃ জামাল, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
বাংলাদেশের সর্ব দক্ষিনে অবস্থিত পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলাকে জেলায় রূপান্তর করার দাবিতে আজ ৯ই মার্চ মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় উপজেলা প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। কলাপাড়া জেলা চাই এই স্লোগানে মুখরিত হয়ে ওঠে কলাপাড়া উপজেলা শহরটি। বিভিন্ন পেশাজীবীদের ব্যানারে সুসজ্জিত হয়ে ওঠে প্রেসক্লাবের সামনের সুরেন্দ্র মোহন সড়কটি। বাংলাদেশ কৃষকলীগ ৫ নং নীলগঞ্জ ইউনিয়ন শাখার সভাপতি জনাব মোঃআলাউদ্দিন খানের নেতৃত্বে কৃষকলীগের শতাধিক নেতৃবৃন্দ উক্ত মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করে মানববন্ধন কে প্রাণবন্ত করে তোলেন। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন – ১১৪পটুয়াখালী -৪ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মহিবুর রহমান মহিব সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।