
এস চৌধুরী, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
গত ১৯ শে জানুয়ারী ২০২১ ইং খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার ৫নং উল্টাছড়ি ইউপির আলিনগর এলাকায় অজ্ঞাত সন্ত্রাসীদের হামলায় মোঃ রাকিব নামে একজন গুরুতর মৃত্যু বরন করেছিল।
পারিবারিক সূত্রে জানাযায়, আলিনগর এলাকা থেকে মোঃ রাকিব হোসেন মোটরসাইকেলের ভাড়া নিয়ে মুসলিমনগর যাচ্ছিল। পথিমধ্যে আলিনগর মুসলিমনগর সংযোগস্থলের নির্জন এলাকায় অজ্ঞাত নামা সন্ত্রাসীরা তাকে কুপিয়ে গুরুতর আহত করে।
আহত রাকিবের আত্মচিৎকারে এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে পানছড়ি উপজেলা হাসপাতাল ও পরে খাগড়াছড়ি জেলা হাসপাতালে প্রেরণ করে। অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছিল এবং সেখানেই তার মৃত্যু হয়েছিল।
রাকিবের হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী উঠেছে এলাকাবাসীর পক্ষথেকে।কিন্তু আজও পর্যন্ত আসামি গ্রেফতার না হওয়ায় রাকিবের পরিবার আতংকে রহিয়াছেন।
বিচারের দাবিতে করেছেন সাংবাদিক সম্মেলন। বিশিষ্ট জনদের দোয়ারে দোয়ারে ঘুরে ফিরছেন ছেলের হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে।