
প্রতিনিধি(পানছড়ি)খাগড়াছড়িঃ
খাগড়াছড়ি ষ্টেডিয়ামে বঙ্গবন্ধু ফুটবল টুর্ণামেন্টে অংশ নেয়া পানছড়ি ফুটবল দলকে আর্থিক অনুদান প্রদান করেছে ৩ বিজিবি লোগাং জোন। দলটির ব্যয় নির্বাহের জন্য ২৫মার্চ বৃহষ্পতিবারে দলের কোচ ক্যপ্রুচাই মারমা ও দলীয় ম্যানেজার গিয়াস উদ্দিনের হাতে আর্থিক অনুদান তুলে দেন ৩ বিজিবি অধিনায়ক লে: কর্ণেল রুবায়েত আলম। এ সময় তিনি বলেন, এলাকার বাঙ্গালী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনসাধারণের মধ্যে সহবস্থান নিশ্চিতের মাধ্যমে এলাকার সম্প্রীতি বজায় রাখতে লোগাং জোন সার্বক্ষনিক নিরলস কাজ করে যাচ্ছে। লোগাং জোন এলাকায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান। উল্লেখ্য ৩ বিজিবি লোগাং জোন এবারের হাড় কাঁপানো শীতে সীমান্তবর্তী প্রত্যন্ত এলাকায় শীতবস্ত্র, বিভিন্ন এলাকায় ক্রীড়া সামগ্রী, গরীব মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা, বিদ্যালয়ের পাশে যাত্রী চাউনি নির্মান, গৃহ নির্মানের জন্য আর্থিক সহায়তা, এলাকার সেলাইজানা বেকার মহিলাদের সেলাই মেশিনসহ নানান সহায়তা দিয়ে সকল সম্প্রদায়ের মন জয় করেছে।