
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের এক সদস্যের বিরুদ্ধে নিজ স্ত্রীর নামে ১ শ’ দিনের কর্মসূচির টাকা উত্তোলনের অভিযোগ উঠেছে।
অনুসন্ধানে জানাগেছে, ওই ইউনিয়নের ৫ নং ওয়ার্ড নগরাজপুরের সদস্য বাদশা মিয়া ১ শ’ দিনের কর্মসূচিতে তার নিজের স্ত্রী বিউটি বেগমের নাম অন্তর্ভূক্ত করেন। ১শ’ দিনের কর্মসূচির মাস্টাররোলে বিউটি বেগমের তালিকার সিরিয়াল নম্বর ৩০০। এভাবে কাজ না করেও ২০১৭ সাল থেকে এ পর্যন্ত কর্মসূচি থেকে টাকা উত্তোলন করছেন মেম্বার বাদশা মিয়া। দরিদ্র অসহায় ব্যক্তদেরকে তালিকায় অন্তর্ভুক্ত না করে নিজে সুবিধা ভোগ করছেন মেম্বার। এ নিয়ে এলাকায় সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। এলাকার সাধারণ মানুষ বিষয়টি তদন্ত করে ওই ইউনিয়ন পরিষদ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন।