
মোঃ জামাল হোসেন খান, বরগুনা জেলা প্রতিনিধিঃ
বরগুনা জেলা পুলিশ সর্বদা একত্রে কাজ করার স্মৃতিকে লালন করে, এই মূলমন্ত্রকে সামনে রেখে অদ্য ০৭/০৪/২০২১খ্রি. এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মুহম্মদ জাহাঙ্গীর মল্লিক, বরগুনা পুলিশ সুপার মহোদয় মোঃ জাহাঙ্গির মল্লিক এর সভাপতিত্বে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সহকারী পুলিশ সুপার (অামতলী সার্কেল) সৈয়দ রবিউল ইসলামকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। তিনি তিনি দীর্ঘদিন বরগুনা জালাই অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে মিস্টার সাথে দায়িত্ব পালন করেছেন। বরগুনা থেকে বদলি হয়ে তিনি বরিশালে যোগদান করবেন। উক্ত অনুষ্ঠানে জেলা পুলিশ বরগুনা’র উর্দ্ধতন কর্মকর্তাগণসহ বিভিন্ন ইউনিটের ইনচার্জগণ উপস্থিত ছিলেন।