
বরগুনা জেলা প্রতিনিধিঃ
১১নং ভরপাশা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের অন্তর্গত অানছার অালী শিকদার এর বাড়িতে গত ২৭ মার্চ দুপুর ১২ টায় বাকেরগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ডে যুবলীগের সভাপতি মৃতঃ কাঞ্চন অালী বিশ্বাসের পুত্র নাছির বিশ্বাসের নেতৃত্বে এই হামলা চালানো হয়।
তথ্যসূত্রে, ভরপাশা ইউনিয়ন ৮ নং ওয়ার্ডের মৃত আতাহার আলী সিকদার এর পুত্র মোঃ সামসুল হক শিকদার, মৃতঃ হাতেম অালী শিকদারদের পুত্র শাওজাহান শিকদারদের সাথে মৃতঃ কাদের শিকদারের পুত্র অানছার অালী শিকদার এর দীর্ঘদিন যাবত জমি জমা নিয়ে মামলা-মোকদ্দমা চলে অাসছে। গত ২৭ মার্চ পূর্ব পরিকল্পিতভাবে আনসার আলী সিকদারের মামলাভুক্ত জমি জবরদখল সহ তাদের ভোগ দখলে থাকা পুকুর থেকে চাষকৃত মাছ যুবলীগ নেতা নাছির বিশ্বাস ও তার ভাগ্নে মাসুদ মাঝি সহ প্রায় শতাধিক ভাড়াটে সন্ত্রাসীদের নিয়ে ১০ মন মাছ চুরি করে নেওয়ার অপচেষ্টায় লিপ্ত থাকার সত্যতা মিলেছে।
যুবলীগ নেতা নাসির বিশ্বাস ও মাসুদ মাঝির বাহিনীর নেতৃত্বে মাছ চুরির ঘটনা দেখতে পেয়ে আনসার আলী সিকদার বাকেরগঞ্জ থানা পুলিশের, এ এস অাই শফিক ও এ এস অাই মাইনুল কে সাথে নিয়ে তার পুকুর পারে উপস্থিত হইলে পুলিশের উপস্থিতিতেই অানছার অালী শিকদার,সজল মাহামুদ শিকদার, মাছুমা বেগম,সেলিম শিকদার, মুজাম্মেল শিকদার এর উপর অতর্কিত হামলা চালায়। ঘটনাস্থলে হামলাকারী ইসলাম বিশ্বাস ও জসিম বিশ্বাস কে গ্রেপ্তার করে পুলিশ। স্থানীয় লোকজন আহতদেরকে প্রথমে বাকেরগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করেন। গুরুতর অসুস্থ অাহত সজল মাহামুদকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে। পুলিশের সামনে এমন হামলার ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। এই হামলার ঘটনায় আনছার আলী শিকদার বাকেরগঞ্জ থানায় ১০ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন। মামলা নং -২৩।