
হাবীবুর রহমান, বান্দরবান জেলা প্রতিনিধিঃ
কিষোয়ান এন্ড বনফুল গ্রুপ এর পরিবহন মালামাল নিয়ে কেরাণীহাট থেকে বান্দরবান আসার সময় বন্দরবান শহর থেকে ২ কিলোমিটার দূরে কশয়া পাড়া মোড়ে রাস্তায় ফলডিং পড়ায় রাস্তা পিচ্ছিল হওয়ায় আনুমামিক ভোর ৫.৩০ মিনিটের সময় মোড়ে ব্র্যাক নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে কভার ভ্যানটি উল্টে যায়। এই দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন দুই জন।ড্রাইভার (সোভাহান) এবং হ্যালপার কে গুরুতর আহত অবস্থায় বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যায়।এবং তারা দু’জন বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। খবর পেয়ে বান্দরবান থানার দায়িত্বরত পুলিশ সদস্যরা ঘটনা স্হলে যায় এবং গাড়ি উদ্ধার করে বান্দরবান সদর থানায় নিয়ে আসে।