
হাবিবুর রহমান, বান্দরবান প্রতিনিধি:
আসন্ন বান্দরবান পৌরসভা নির্বাচন ১৪ ফেব্রুয়ারি ২০২১ সামনে রেখে প্রার্থীদের বিরতিহীন প্রচারণায় মুখরিত বান্দরবান পৌর এলাকা। পোস্টার ব্যানার লিফলেটে ছেয়ে গেছে পুরো বান্দরবান পৌর এলাকা।এদিকে প্রার্থীগণ প্রচারণায় জনগণকে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে, বিভিন্নভাবে উদ্বুদ্ধ করার চেষ্টা করছেন, যাতে জনগণের ভোটে নির্বাচিত হয়ে পৌর মেয়র বা কাউন্সিলর হতে পারেন।
আওয়ামীলীগ মনোনীত মেয়র পদপ্রার্থী ও বর্তমান মেয়র জনাব মোঃ ইসলাম বেবি বান্দরবান জেলা ও উপজেলা পর্যায়ের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের তৃণমূল নেতা-কর্মীদের নিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
মেয়র প্রার্থী মোঃইসলাম বেবি (বর্তমান মেয়র) বলেন আমাকে যদি আপনাদের মূল্যবান ভোট দিয়ে আবার মেয়র নির্বাচিত করেন তাহলে বান্দরবান পৌরসভাকে একটা আধুনিক পৌরসভায় রুপান্তর করবো এবং পৌর এলাকার বিভিন্ন উন্নয়ন মূলক কাজ আরো দ্রুত গতিতে এগিয়ে যাবে বলে প্রতিশ্রুতি দেন।