
মোঃ জামাল হোসেন খান, বরগুন প্রতিনিধি:
বেতাগী ইউনিয়ন পরিষদ নির্বাচনে উৎসব মুখর পরিবেশে মনোনয়ন পত্র দাখিল করা হয়েছে। ৩ ওয়ার্ডে ১জন করে মেম্বর প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল করেছেন।
আজ বৃহাস্পতিবার (১৮ মার্চ) মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিনে উপজেলার ৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৮ জন, সংরক্ষিত ৮৬ ও সাধারণ মেম্বার পদে ২৩৮ জন প্রার্থী সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কার্যালয় মনোনয়ন পত্র জমা দেন। এবং বেতাগী সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে মো: কেনান সিকদার, ৯ নং ওয়ার্ডে মো: গোলাম মোস্তফা ও হোসনাবাদ ইউনিয়নের ২ নং ওয়ার্ডে আলতাফ হোসেন ফরাজী সাধারণ মেম্বার পদে এরা ১ জন করে মনোনয়ন পত্র দাখিল করেন।
এদের মধ্যে চেয়ারম্যান পদে বিবিচিনি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান নওয়াব হোসেন নয়ন ( আওয়ামী লীগ), মাও: এস এম নুরুল ইসলাম ( ইসলামী আন্দোলন) ও সাবেক ইউপি চেয়ারম্যান আনিচুর রহমান(স্বতন্ত্র), সদর ইউনিয়নে সাবেক ইউপি চেয়ারম্যান মো: হুমায়ুন কবির ( আওয়ামী লীগ), খ.ম. ফাহরিয়ার সংগ্রাম আমিনুল (স্বতন্ত্র), প্রভাষক মো. আল মামুন ( ইসলামী আন্দোলন) মো: মিজানুর রহমান (স্বতন্ত্র), হোসনবাদে বর্তমান চেয়ারম্যান খলিলুর রহমান ( আওয়ামী লীগ), মাও: হাফিজুর রহমান ( ইসলামী আন্দোলন), মোকামিয়ায় জালাল গাজী ( আওয়ামী লীগ), সাবেক ইউপি চেয়ারম্যান গাজী নফিছুর রহমান (বিদ্রোহী), মো: আমজাদ হোসেন খান( ইসলামী আন্দোলন), বর্তমান চেয়ারম্যান মাহাবুব আলম (স্বতন্ত্র), তার স্ত্রী জিনাত জাহান(স্বতন্ত্র), বুড়ামজুমদারে বর্তমান চেয়ারম্যান সৈয়দ গোলাম রব শুক্কুর (আওয়ামী লীগ), সাবেক ইউপি চেয়ারম্যান রেজাউল কবির(বিদ্রোহী), মোস্তাফিজুর রহমান মিলন (বিদ্রোহী), মোস্তাফিজুর রহমান রহমান( ইসলামী আন্দোলন), মো: মনজুরুল হাসান(স্বতন্ত্র), কাজিরাবাদে বর্তমান চেয়ারম্যান মোশারেফ হোসেন ( আওয়ামী লীগ), মো: আব্দুর রাজ্জাক (বিদ্রোহী), মো: আশ্রাফ আলী (বিদ্রোহী), সাবেক ইউপি চেয়ারম্যান মো: কামাল হোসেন(স্বতন্ত্র), মো: লুৎফর রহমান (স্বতন্ত্র ), মো: সাবিবর আহম্মেদ (স্বতন্ত্র ) এবং সড়িষামড়ি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ইমাম হোসেন শিপন ( আওয়ামী লীগ), সাবেক ইউপি চেয়ারম্যান ইউসুফ আলী শরীফ ((বিদ্রোহী) ও রেজাউল করিম(স্বতন্ত্র)।
এছাড়াও সংরক্ষিত মেম্বার পদে ৮৬ ও সাধারণ মেম্বর পদে ২৩৮ জন প্রার্থী হয়েছেন বলে উপজেলা নির্বাচন অফিসার কাজী শহীদুল ইসলাম জানান।