
হেলাল উদ্দিন, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
মুজিববর্ষে শপথ করি প্লাস্টিক দূষণ রোধ করি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ মার্চ সোমবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান। এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষ্ণ মোহন হাওলাদার, উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুর রশিদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, শিল্পপতি ওয়াহেদ আলী, উপজেলা প্রেসক্লাব সভাপতি মাহবুব হোসেন সরকার লিটু প্রমূখ।