
জনি আচার্য্যঃ
সাতকানিয়া উপজেলাধীন মৌলভীর দোকান টু চরতী দুরদুরী- নলুয়া বেইলি ব্রিজের পাটাতন উঠে গিয়ে উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
এতে সাতকানিয়া- চন্দনাইশ দুই উপজেলার লাখ লাখ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ২৫ জানুয়ারি সোমবার সকালে অতিরিক্ত বালু, ইট বোঝাই ট্রাক পারাপারের সময় ব্রিজের একটি পাতাটন উল্টে গিয়ে অচলাবস্থার সৃষ্টি হয়।
বর্তমানে মৌলভীর দোকান হতে আমিলাইষ, সরোয়ার বাজার, কাঞ্চনা, চরতী, সাঙ্গু ব্রীজ দিয়ে চন্দনাইশ আসা যাওয়া যানবাহন বন্ধ রয়েছে।
ভুক্তভোগীরা দ্রুত সমস্যা সমাধানের জন্য সড়ক ও জনপথ অধিদপ্তর এবং উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।