
জিয়াউল হক জিয়া, (কক্সবাজার) জেলা প্রতিনিধিঃ
কক্সবাজার টেকনাফে কোস্টগার্ড শাহপরীর দ্বীপ সাগ র উপকূলে অভিযান চালিয়ে ২ লাখ ৭৯হাজার ৬শ পিস ইয়াবার বড় চালান জব্দ করেছে।
২ মার্চ (মঙ্গলবার) দুপুরের দিকে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ-পূর্ব জোনের টেকনাফ বিসিজি ষ্টেশন চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে ষ্টেশন কমান্ডার লেঃ এম সালেহ আকরাম (এক্স) বিএনভিআর জানান, মিয়ানমার হতে সাগর পথে ইয়াবা পাচারের সংবাদ পেয়ে মধ্যরাত আড়াই টারদিকে সেন্টমার্টিন ও টেকনাফ কোস্টগার্ডের পৃথক আভিযানিক দল শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়া সাগর উপকূলে অভিযান চলাকালীন সময়ে ৩জন লোককে টর্চ লাইটের আলোয় দেখতে পান। তাদের থামানোর জন্য সংকেত দিলে তারা পার্শ্ববর্তী কেওড়া বাগান দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশী চালিয়ে ইয়াবা ভর্তি ২টি বস্তা পাওয়া যায়। তা কোস্টগার্ড ষ্টেশনে এনে গণনা করে ২লাখ ৭৯হাজার ৬শ পিস ইয়াবা পাওয়া যায়।
জব্দকৃত এই মাদকের চালান পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার বিএন আমিরুল হক নিশ্চিত করেন।