
চন্দনাইশ প্রতিনিধিঃ
১৯৫২ সালের এই দিনে আমাদের মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষা করতে প্রাণ উৎসর্গ করেছিলেন বরকত, জব্বার, সালাম, রফিক , শফিউর রহমানসহ আরও অনেকে। এই দিনে বাংলা ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। পরম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি বাংলাভাষার মর্যাদা প্রতিষ্ঠার লড়াইয়ে নেতৃত্বদানকারী সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল ভাষাসৈনিককে। যাদের দূরদর্শী ঐতিহাসিক সিদ্ধান্তে এবং সর্বোচ্চ আত্মত্যাগের বিনিময়ে আমাদের মা, মাটি ও মানুষের অস্তিত্ব রক্ষা হয়েছে।
২১ফেব্রুয়ারী ভাষা শহীদদের স্বরণে চন্দনাইশ সাতবাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় বক্তারা একথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগের সভাপতি হুমায়ুন কবির, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহবায়ক দিদারুল হক দস্তগীর, সাতবাড়িয়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক ফোরক আহমদ,যুগ্ন আহবায়ক আবদুল্লাহ আল মামুন, সোহেল হোসেন মন্টু, উপজেলা যুবলীগের সদস্য যথাক্রমে জহির উদ্দিন হিরু, আজাদ হোসেন টিপু, খোরশেদুল আলম, আওয়ামীলীগ নেতা আজিজুল হক মেম্বার, উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাংগঠনিক সম্পাদক নিয়াজুর রহমান,যুবলীগ নেতা খোরশেদুল আলম লিটন, মোস্তাফিজুর রহমান, তারিকুল ইসলাম তারেক,এস এম রাশেদ, আবদুল মান্নান, প্রমুখ।