
প্রতিনিধি(পানছড়ি)খাগড়াছড়িঃ
সাড়ে নয় গাঁজাসহ একটি প্লাটিনা মোটর সাইকেল আটক করেছে পানছড়িস্থ ৩ বিজিবি লোগাং জোন।
১৭মার্চ বুধবার সকাল সোয়া পাঁচটার দিকে লোগাং সিআইও ক্যাম্প জেসিও না: সুবে: মো: সোলায়মানের নেতৃত্বে টহল দলটি এসব সামগ্রী আটক করে। ৩ বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লোগাং মাইচ্ছাছড়া নামক স্থানে মোটর সাইকেল যোগে মাদক আসার খবরে বিজিবি’র দলটি পার্শ্ববর্তী ব্রীজের পাশে অবস্থান নেয়। বিজিবি দলের উপস্থিতি টের পেয়ে দুই দুষ্কৃতিকারী মোটর সাইকেল ফেলে পার্শ্ববর্তী জঙ্গল দিয়ে দ্রুত পালিয়ে যায়। পিছু ধাওয়া করেও তাদের আটক করা যায়নি। পরে তাদের মোটর সাইকেল তল্লাশী করে সাড়ে নয় কেজি: গাঁজা উদ্ধার করা হয়। এ ব্যাপারে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।