
মফিজুর রহমান, মহেশখালী প্রতিনিধি:
কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক টাইমবাজারে অবস্থিত বাসন্তি মার্কেটে জাতীয় শ্রমিকলীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৯ মার্চ (শুক্রবার) সন্ধ্যায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ৫নং হোয়ানক ইউনিয়ন পরিষদের স্বনামধন্য চেয়ারম্যান ও বর্তমান আওয়ামীলীগের নৌকার মনোনীত চেয়ারম্যান প্রার্থী জনাব মোস্তফা কামাল। আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। এসময় হোয়ানক ইউনিয়ন পরিষদের স্বনামধন্য চেয়ারম্যান ও বতর্মান আওয়ামীলীগের নৌকা মনোনীত চেয়ারম্যান প্রার্থী জনাব মোস্তফা কামাল বলেন, অন্যান্য চেয়ারম্যান কি করেছেন এবং কি করেনি সেটা দেখা আমার বিষয় নয়। আমি পুরো ইউনিয়নে যথেষ্ট উন্নয়নমুলক কাজ করেছি। প্রতিটি অঙ্গসংগঠনকে বরাদ্দ দিয়েছি। এলাকার গরিব দুঃখি মানুষের জন্য ভিজিডি কার্ড, বয়স্ক ভাতা, প্রতিবন্ধি ভাতা, বিধবা ভাতা সহ ইত্যাদি সরকারি বরাদ্দা অঙ্গসংগঠন ও ওয়ার্ড মেম্বারদের মাধ্যমে সমাজের অসহায় মানুষের কাছে পৌঁছনোর দায়িত্ব দিয়েছিলাম। আমি মনে করি পুরো ইউনিয়নের অসহায় মানুষগুলো আমার দেয়া বরাদ্দা পেয়েছে।