
নিজস্ব প্রতিবেদকঃ
১৯৭৮ সালে দক্ষিণ চট্টগ্রামে চন্দনাইশ থানা প্রতিষ্ঠা হওয়ার পর এই প্রথম মহিলা এসআই হিসাবে যোগদান করেছেন কুমিল্লা মুরাদ নগরের মৃত মৃনাল কান্তি দাশের মেয়ে মল্লিকা দাশ রায়।
গত ৬ মার্চ চন্দনাইশ থানায় মল্লিকা দাশ রায় কর্মস্থলে যোগদান করার পর তার সাথে একান্ত আলাপে জানা যায়, তিনি ২০০৭ সালে কুমিল্লা মডেল স্কুল থেকে এসএসসি, ২০০৯ সালে এইচএসসি, ২০১৩ সালে বিবিএ, ২০১৪ সালে এমবিএ কুমিল্লা ভিকটোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ থেকে পাশ করে।
২০১৯ সালে এস.আই পদে নিয়োগ পেয়ে ১ বছর সার্জা ট্রেনিং শেষে চট্টগ্রামের হাটহাজারি থানায়, ২০২০ সালের মার্চ মাসে যোগদান করে।
সেখানে ৩ মাস চাকুরী করার পর পটিয়া থানায়, যোগদান করেন, পরবর্তীতে চন্দনাইশ থানায় গত ৫ মার্চ যোগদান করেন।
ব্যক্তিগত জীবনে তিনি এখনো যুগলজীবনে পদার্পণ করেন নাই বলে জানান।
তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে পুলিশের চাকুরীতে যোগদান করেন। নারী হিসেবে আইনের সেবক হয়ে নারী সমাজকে আইনের সুশাসন দেয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।