
আসছে আগামী ২৫ অক্টোবর ২০১৯, শুক্রবার সকাল ১০ ঘটিকায় জাতীয় সংগীত এবং উদ্ভোধনী সংগীতের মধ্য দিয়ে নিঃস্বার্থ নবজীবন সংগঠনের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন হতে যাচ্ছে। এতে সংগঠনের সকল সদস্য ও সদস্যারা উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য একুশে পদক ভূষিত, গবেষক, সমাজ বিজ্ঞানী, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড.অনুপম সেন। অনুষ্ঠানে মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন করবেন জ্যোতিষভাস্কর এস. কে আচার্য্য, উদ্বোধক হিসেবে থাকছেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বিবিএ ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান প্রফে. রনজিৎ কুমার দে। প্রধান বক্তা হিসেবে থাকবেন শ্রী রত্নাকর দাস টুনু, সাধারণ সম্পাদক, শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ, চট্টগ্রাম মহানগর ।
সংগঠনের সভাপতি শ্রী অন্তর অাচার্য্য’র সভাপতিত্বে, প্রকৌশলী ক্লিনটন আচার্য্য ও দিবা অাচার্য’র সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখবেন শ্রী সুবল আচার্য্য সাধারণ সম্পাদক নিঃস্বার্থ নবজীবন সংগঠন। । সঙ্গীত পরিবেশনায় থাকবেন নিঃস্বার্থ নব জীবন সংগঠনের সদস্য ও সদস্যাবৃন্দ এবং জাগো হিন্দু দেবী পরিষদ পটিয়া উপজেলা। নৃত্য পরিবেশনায় থাকবেন প্রীতি দাশ পিংকি, শিক্ষিকা, বান্দরবান শিশু একাডেমী, রাহুল দে, শিক্ষক, বংশী নৃত্য একাডেমী, রিমা আচার্য্য, নৃত্য শিল্পী, বিটিভি চট্টগ্রাম, অলংকৃতা ধর লগ্ন, নৃত্যশিল্পী, বুলবুল পদক ২০১৯ প্রাপ্ত ও অংকিতা আচার্য্য।
উক্ত অনুষ্টান সম্পন্ন করার লক্ষে ডাঃ পিয়াল কুমার আচার্য্য’কে আহ্বায়ক এবং প্রকৌশলী বিশাল আচার্য্যকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপ কমিটি গঠন করা হয়।